সে যে মন মনুয়া পাখী ,
মনে মনে পুষে রাখি !
তারে ধরতে গেলে দেয় সে ফাঁকি ,
কেমনে তারে ধরে রাখি --
তারে বুঝা হ'ল বিষম দায় ,
বল কি করি উপায় !
পাখী পোষ মানেনা মনের খাঁচায় ,
যখন তখন উড়্যা সে যায় !
না দেখি নয়নে তাহায় ,
পাখী রইল অধরায় !
যখনই তার ইচ্ছা হয় ,
তখনই সে  উড়িয়া যায় !
খাঁচা গড়া কাঁচা বাঁশে ,
পাখী রইল কিসের আশে !
খাঁচা ভাঙ্গ্যা গেলে -
পাখী উড়্যা পলায় !
খাঁচার ভিতর অচিন পাখী ,
ক্যামনে আসে যায় !


      *******


বেলা -১:৩০ মিঃ ,ডেবরা ,
০২ /১২ /২০১৭ ,শনিবার  !