ফোঁটা ফোঁটা অশ্রু বারি
        মুক্তো হয়ে ঝরে ,
মনের ভীতর মন পাখীটা
       মাথা কুটে মরে ।


হৃদয় জুড়ে গুমোট বাতাস
         হৃদয় আকাশে ,
মুক্ত বাতাস ছাড়া পেয়ে
             উড়ে আশ্বাসে ।


বৃক্ষছায়ায় রাখাল রাজা
         বাঁশী বাজায় বনে ,
মন ছুটে যায় যে সেথায়
       সেই রাজারই সনে ।


হৃদয় উজাড় ভালবাসা
সবখানেতে বাঁধে বাসা ,
তাতে মেটে মনের আশা
মনে তাতে নেই হতাশা ।


মন দিলে মন পাবে
এটাইতো হয় ভবে ,
মন যদি নাই দেবে
কোথায় তুমি মন পাবে ।


চোরা শোনেনা
     ধর্মের  কাহিনী ,
এটাইতো শাশ্বতবাণ
   শাস্ত্র মতে এটাই জানি ।
    



ভব ভয় ভঞ্জন
ভব রোগ খন্ডন ,
তপ্ত মরুৎ ব্যোম
       শুদ্ধ সনাতন  ।


  **************
বিকেল -৪:১০ মিনিট ,
২৭/০৫/২০১৯ সোমবার ।
কোলকাতা ।