মনটুয়া পাখী কেন করিস ডাকা ডাকি ,
তোর ডাকেতে কেউ বুঝি সাড়া দিলো নাকি  ?
তুই  থাকিস একা একা ,তুই আস্ত একটি হাঁদা ,
তোর ডাকে কেউ দেবেনা সাড়া সবাই ঘরে বাঁধা ।
তুই সত্যি একটি বোকা ,তুই বসে আছিস একা ,
সবাই এখন বন্ধ ঘরে তুই কারো পাবিনা দেখা ।
তুই ডালে বসে বসে দিনরাত্রি এতো ভাবিস কিযে ,
মনের মাঝে গুমরে মরে তোর মনের পাখীটা যে ।
তুই থাকনা সয়ে বসে তোর খোঁজে সবাই আসে ,
মন মাঝারে মনটুয়াটা খোঁজে আশে পাশে ।
বসে থাক তুই একা সময় এলে পাবি সবার দেখা ,
সবার পাশে সবাই আছে কেউ নেই রে একা ।
শুধু সময়ের অপেক্ষা কেউ থাকবেনা একা একা ,
যখন বিপদ যাবে কেটে সবাই দেবে তোমায় দেখা ।
যারা ঘরের ভীতর বন্দী তারা পাবেই একদিন মুক্তি ,
ভয় দেখিয়ে ঘরে রাখে কারুর নেই এমন শক্তি ।
শুধু সময়েরই অপেক্ষায়  তরুণ তপন হবে উদয় ,
সবাই সবার পাশে আছে শুধু দিনের প্রতীক্ষায় ।


         ******************
বিকাল ৪:২৫ মিনিট ।
১৫/০৪/২০২০ বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।