পৃথিবীর এত আলো
       এত আশা ,সুন্দর জীবন ,
নিমেশে আঁধার হবে
        মুদিলে দু'  নয়ন ¡


নিথর দেহ তখন
        পড়ে রবে মাত্র ,
দেহ সৎকার হেতু
        আসবে পাত্র মিত্র ¡


মাথায় তুলসী গাছ
              পায়ে পরাবে আলতা ,
কপালে চন্দন টিপ
               চোখে তুলসী পাতা ¡

গলায় পরায়ে মালা
           ঘুচবে ভবের জ্বালা ,
তেল ,আতর ,গায়ে ছড়িয়ে
            ঢাকা দেবে কাপড়-পাল্লা ¡


চার বেহারার স্কন্ধে যাবে
            '' হরি বোল হরি '' করি ,
অগ্রেতে যাবে সবে
             খই  ছড়ি  ছড়ি  ¡


চার বন্ধু স্কন্ধে লয়ে
           যাবে শশ্মান ঘাটে ,
সাজাবে চিতা তোমার  
          কত শত কাঠে ¡


করবে চিতায় তোমার
          অগ্নি  সংযোজন  ,
দাউ দাউ জ্বলবে চিতা
      দেহ পুড়ে হবে তোমার ভস্মে আচ্ছাদন  ¡


দু' চার দিন কাঁদবে সবে
             হায় কোথা গেলে বলে ,
সময় হইলে গত , সবে
             তোমায় যাবে ভুলে ¡


             ********
দূপুর - ২:৫০ মিনিট ,
০৪ /০৪ /২০১৮ বুধবার ,
          ডেবরা