মৃত্যুর পরপারে পাপ পুণ্য কে জানে ,
পরপারে সুখের আশায় ঠাকুর দেবতা সবে মানে  ।
যত জীব তত শিব এই চির সত্য ,
ইহ জনমের কর্মই শুদ্ধ পবিত্র ।


জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল ,
সুকীর্তিই জ্বালে জীবনে সুপথের আলো ।
সেবাহি পরম ধর্ম মহৎ যারা হয়  ,
ধর্মই সত্য যদি ,ভালোবাসা ,সেবা,ধর্ম কয় ।


দয়াবান ,সেবাব্রতী ,যদি হয় নেশা ,
কেহ না রুখতে পারে কর্মফলের আশা ।
অন্নহীনে অন্নদান ,বস্ত্রহীনে বস্ত্র ,
এটাই মহৎ কর্ম অতি পবিত্র ।


মৃত্যুতেই সব শেষ ,শুধু কর্ম থেকে যায় ,
কর্মই শ্রেষ্ঠ ধর্ম এই পরম উপায় ।
সৎকর্ম ভিন্ন কখনো পুণ্য হয়না অর্জন ,
লোক ঠকানো ,অসৎ কর্ম কেবল প্রবঞ্চন ।


কূ-স্থান হ'তে কাঞ্চন তুলে নেওয়া ভাল ,
পঙ্কে জন্মে পদ্মফুল জগতের  আলো  ।
মৃত্যুর পূর্বেতে  সৎ কর্ম করে পুণ্য কর অর্জন ,
মৃত্যুর পরে সুখ শান্তি দেখেছে  কোন পুণ্যজন  ।


কূ-কর্ম যত সবই মৃত্যুর সমান  ,
সৎ কর্মই পুণ্য কর্ম মৃত্যুতেই প্রমাণ ।
তাই সময় থাকিতে কর পুন্য অর্জন ,
অন্তিমে  সময় পাবেনা যখন আসবে শমন ।


      🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋


বেলা -১১:৫০ মিনিট ॥
২৪/০১/২০২০ শুক্রবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।