চারিদিকে মৃত্যুর  বিভীষিকা ,
কার যে কখন মৃত্যু নেই লেখাঝোকা ।
অবিরত মৃত্যুর মিছিল কান্নার রোল ,
মৃত্যুর পরোয়ানা আসে ব্যাহত জন কল্লোল ।
শ'য়ে শ'য়ে ,লাখে লাখে ঘটে মৃত্যু অহরহ ,
কেহ স্পর্শে না দেহ সৎকারের নেই কেহ ।
কত শিশু মাতৃহারা কত স্বামী স্ত্রী হারা হয় ,
কত স্ত্রী স্বামী হারা মৃত্যুর নেই পরাজয় ।
এক্ষনে যে ভালো পরক্ষনেই মৃত্যুর পরোয়ানা ,
সংক্রমিত দেহের সংস্পর্শে  কেহই আসেনা  ।
বাইরে ভয় পথে ভয় ভয় সারা বিশ্বময় ,
বাহির না হয় কেহ বুকে সদা মৃত্যু ভয় ।
চিকিৎসক সেবিকা তারা সেবা কর্তব্যে অবিরত ,
মনে তাদের নেই সংশয় সেবাই তাদের একমাত্র ব্রত ।


           *****************
সন্ধ্যা - ৭:৩০ মিনিট ।
০৫/০৪/২০২০ রবিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর । !