মৃত্যুঞ্জয়ী সৈনিক মোরা ভাঙনের মুখে বাঁধি ঘর ,
নূতন ভারত গড়বো মোরা নব ভারতের কারিগর ।
মরণকে মোরা করিয়া বরন হয়েছি মৃত্যুঞ্জয়ী ,
সবার উপরে মা'র মর্য্যাদা রাখিব মাথায় বহি ।
বাহুতে মোদের বজ্রের বল দু'চোখে জ্বালায়ে বহ্নি ,
বক্ষে মোদের নেই কিছুই ভয় ভেরী নিনাদে কালগুনি ।
মাতৃদুগ্ধে গড়া এইদেহ ভয় করিনাকো বেইমানে ,
বক্ষে মোদের নেইকোন ভয় বসে না রহিবো গৃহকোণে ।
আসুক বিপদ বাধুক বাধা ডরাইনা মোরা শয়তানে ,
উল্কার মতো বাহিরিবো মোরা হানিবো অনল দহনে ।
মোরা নয় ভীরু নয় দুর্বল মোরা সদাই অটল উচ্ছল,
বক্ষ মধ্যে বরাভয় সম চক্ষে জ্বলিছে হোমানল ।
মা'র মর্য্যাদা রক্ষা তরে মোরা প্রাণ ত্যাগি অকাতরে ,
আমার মাতৃভূমিরে রাঙাবো বুকের শোনিত  রুধিরে  ।
মা'র যতসব বীর সন্তান ত্বরা সবে এসো হও আগুয়ান ,
মাতৃমণ্ত্রে দীক্ষিত সবে বাহিরিয়া এসো গাও জয়গান ।
মোরা চঞ্চল মোরা অদ্ভূত মোরা অত্যাচারির যমদূত ,
মোরা নব ভারতের নবদূত মোরা মানিনা কোন পরাভূত ।


  বিকেল - ৪:৪৫ মিনিট॥
৩১ /০১ /২১ শনিবার।
রবীন্দ্রনগর =  মেদিনীপুর।