মুক্তি যেথা বিরাজে  মুক্ত প্রাঙ্গনে ,
মুক্তির খেলা যেথা মুক্ত অঙ্গনে  ।
মুক্তির খেলা , মুক্তোর মালা ,
মুক্তোর হার মুক্ত মনের মেলা ।
মুক্ত পতঙ্গ যথা আলোর সন্ধানে ,
মুক্ত আগুনে সেথায় জীবন হানে ।
মুক্ত তরঙ্গিনী বহে যেথা মুক্ত ধারায় ,
অধীর মুক্তিতে তারে কেই বা হারায় ।
মুক্ত মন যায় যেথা তেপান্তরের মাঠে ,
বাধা নাহি মানে , পাড়ি দেয় পথে ঘাটে  ।
প্রেমের বন্ধন যেথা মুক্ত ভালোবাসা ,
ভালবাসা মুক্ত যেথা প্রেমের প্রত্যাশা ।
মুক্ত জোয়ার খেলে সাগরের জলে ,
মুক্তো ঝিনুক চলে গভীর সাগর তলে ।
মুক্ত মাতৃ স্নেহ মায়ের গভীর অন্তরে ,
মুক্ত জ্ঞান উজাড় হয় ,শিক্ষা যার ভিতরে ।


            ⭐⭐⭐⭐⭐⭐
বিকাল -৪:৫৪ মিনিট ,
০৬/০১/২০১৯ রবিবার ,
কোলকাতা ।