দয়াল মুরতি রূপ ধরিয়ে তোমার ,
রোগ ,শোক ,ভয় ,গ্লানি দূর কর ধরার ।
অজ্ঞতায় আছন্ন প্রভু ধরার এ ধূলি ,
সবাকার জ্ঞান চক্ষু দাও প্রভু খুলি ।
অবুঝ সবে না বুঝিয়ে করে গর্হিত কর্ম ,
জ্ঞান বুদ্ধি দাও প্রভু নেমে আসুক ধর্ম ।
ধরাধামে গুরু লঘু কেহ না করে বিচার ,
ভরেগেছে অবনী 'পরে ঘোর অনাচার ।
নাই পাপ নাই তাপ নাই লাজভয় গ্লানি ,
অকর্ম কুকর্ম করে করে লুট খুনাখুনি ।
ভাইয়ে ভাইয়ে অসদ্ভাব সংসার খানখান ,
মাতা পিতা গুরুজন সবে না পায় সংস্থান ।
হিংসায় উন্মত্ত দেশ শিত্য নিতুই অঘটন ,
নেই স্বস্তি নেই শান্তি শুধুই কোলাহল গুঞ্জন ।
শ্রদ্ধা ভক্তি স্নেহ মমতা উবে গেছে কর্তব্য ধর্ম ,
চারিধারে শুধু খুন জখম রাহাজানি অপকর্ম ।
মাতা পিতা ভাই বোন পরিজন কেহ কারো নয় ,
আত্মসুখ স্বার্থপরতা অসৎসঙ্গ কূআচার উপনিত হয়।
আবির্ভূত হও প্রভু এই পাপ পঙ্কিল ধরাধামে ,
দূর হোক যত কালিমা পাপমুক্ত হোক ধরা তব নামে
     ********************
দুপুর - ১২ :৪০ মিনিট !
২৯ /০১ /২২ শনিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !