মুক্ত আকাশ মুক্ত বাতাস মুক্ত আমার মন ,
মুক্ত যেথায় মিলছে গিয়ে ত্রিবেনী  সঙ্গম  ।


মুক্ত পাখী ডানা মেলে উড়ে আকাশ উজানে  ,
চাতক বারি যাচে চেয়ে ওই মেঘের পানে  ।


নদীর জলে কামরাঙ্গাবৌ ডুব দেয় কুব কুব  ,
পানকৌড়ী ধরছে যে মাছ কুব কুব দেয় ডুব ।


টুনটুনি টা নাচছে ওই মুক্ত গাছের ডালে ,
বুলবুলিটা গান ধরেছে নাচের তালে তালে ।


সোনালী ধান খেলছে শ্যামল সবুজ মাঠের কোলে ,
হাওয়ার ডেউয়ে ধানের শীষে উঠছে ডেউয়ের তালে ।


স্বচ্ছ স্বাধীন খেলছে সুখে তটিনীর বুকে ঢেউ ,
স্বাধীন পাখী নভোনীলে উড়ে বাধা দেয় না কেউ ।


উড়ছে বিহগ গাইছে গান তটিনীর বুকে উঠে কলতান ,
ময়ূর নাচে পেখম তুলে দেখে মেঘেদের আনচান  ।


জোনাকীরা জ্বালায় বাতি থোকায় থোকায় ওই ,
খামারে ধানের পালই ভরা মন নাচে থৈ তাথৈ ।


ঠানদিদিরা  গল্প করে  বসে সদর আঙ্গিনায় ,
ঠাকুরদাদা ফোকলা দাঁতে বসে পান চিবায় ।


মুক্ত আমি মুক্ত তুমি মুক্ত আকাশ বনভূমি ,
বাধা বাঁধন ছাড়া আমরা তাইতো আকাশ চুমি।


     ××××××××××××××××××××××××
বেলা - ১২ : ৩৫ মিনিট।
১০ / ০৬ /২২ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।