কালো রূপের আলো জ্বালি
         ধুয়ে দেমা মনের কালি ,
জ্ঞানের আলো দেমা ঢালি
           ওমা আমার যুগ দুলালী ।


তোর কালো রূপে ভূবন ভোলে
             তাই ভোলা মহেশ পদতলে ,
তুই তুষ্ট মাগো বিল্বপত্র জবাদলে
            তোর চরণ পাপে বলে সূর্যচন্দ্র দোলে ।


তোর পদতল মা অমূল্য ধন
          ঐ রাঙা চরণ পেলো ক 'জন ,
শ্রীঠাকুর আর বামা ক্ষ্যাপা
            পেয়েছে তোর অভয় চরণ ।


তুই মাগো চামুন্ডা রূপী
           শ্মশাণেতে বেড়াস ছুটি ,
এলোকেশী মুন্ডমালী কাটামুন্ড করে অসি
            দেখে তোরে ভৈরবীরূপা শিব পদঃ পড়ে লুটি ।


কালো রূপের আলো জ্বালায়ে
           মনের কালিমা দে ঘুচিয়ে ,
মূঢ়মতিকে জ্ঞান দানিয়ে
             সদানন্দে দে ভাসায়ে ।


শ্মশানেতে তুই মা শ্যামা
                 গিরিপুরে হয়ে  উমা ,
সদাশিবের মনোরমা
             পুরাস সবার মনোবাসনা ।


  🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


     রাত্রি  - ৮ :২৬ মিনিট !
২৪/১০ /২২  সোমবার !
কোলকাতা !