হৃদয় পিঞ্জিরায় পাখী রাধাকৃষ্ণ বলনা ,
জনম গেল বৃথা কাজে ,রাধাকৃষ্ণ বলা হলনা !
দিন গেল মিছে রে ভাই ,রাত্রি গেল নিদ্রে ,
বৃথা সময় চলিয়া যায় ,কৃষ্ণ নাহি ভজে !
দিনে  দিনে দিন যে গেল ,পড়ে  সংসার আবর্ত্তে ,
পড়ে রইলি সংসার মোহে ,মজে মোহ গর্তে !
কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু ,
না ভজিনু রাধাকৃষ্ণ  ,বৃক্ষ সম হইনু  !
রাধাকৃষ্ণ  মূলমন্ত্র  ,ভজ নিষ্ঠা করি ,
নামের ভিতরে আছেন আপনি  শ্রীহরি !
হরে কৃষ্ণ ,হরেকৃষ্ণ ,কৃষ্ণ  কৃষ্ণ  হরে হরে  ,
মহামন্ত্র নিলে পরে ভবযন্ত্রনা  রবে নারে !
ভব ভয় রোগ হর,কৃষ্ণ যদুপতি ,
এই মানব জীবনে যেন তোমাতে থাকে মতি !


            *********
বিকেল -৪:১৭ মিঃ ,ডেবরা  ;
০৬ /০৭ /২০১৭ ,রবিবার !