মধু বৃন্দাবনে বুঝি মধুঋতু জাগে ,
বসন্ত মনের বাগে প্রেম অনুরগে  ।


যৌবনের মৌবনে মধুফুল ফোটে ,
মৌ লোভে অলিকুল সেথা এসে জোটে ।


মধুর মুরলী বাজে যে গো প্রেম বৃন্দাবনে ,
মুরলীর সুর শুনে শ্রীরাধার যমুনা পড়ে মনে ।


বাঁশুরীয়া গো তুমি কোন সুরে বাজাও বাঁশরী ,
বাঁশীর সুর শুনে উতলা আজি যত ব্রজনারী ।


নিধুবনে বাজায় বাঁশী চটুল চপল বনমালী ,
জটিলা কুটিলা হেরে কালা নয় কৃষ্ণকালী ।


তমালের ডালে বাজায় বাঁশী যমুনা পুলিনে ,
জলের ছলে অভিসারে চলে রাই কৃষ্ণ দরশনে ।


ও নুপূর বেজনা তুমি লোকে যেন না শোনে ,
অভিসারে যাবে যমুনায় রাই কৃষ্ণ দরশনে ।


নিধুবনে যায় রাধিকা ভজে বনমালী ,
জটিলা কুটিলা দেয় কালা কলঙ্কের কালী ।


মুরলী বাজায় শ্যাম কদম্বেরি  ডালে ,
মুরলী ফুকারি সদা রাধা রাধা  বলে ।


ওগো মুরলীয়া কোন সুরে বাজাও বাঁশী ,
কাজেতে বসেনা মন সদা হলো উদাসী ।


  ×××××××××××××××××××××××××
সন্ধ্যা - ৬ : ০৫ মিনিট ।
২২ / ০৩ / ২৩  বুধবার ।
কোলকাতা ।