মূর্খের অশেষ দোষ -
             না লেখে পুরাণে  ,
মূর্খ সম জন্তু দেখি -
              আছে এ ভুবনে !


যখন যা ভাবে বলে-
            যখন যেমন মন ,
ব্যাক্তি ,কাল , ক্ষেত্র -
             জ্ঞান না থাকে কখন  !


মনে হয় তারাই যেন -
            বিশ্ববার্তা  জানে  ,
যখন যা মনে আসে -
             তখন তাই ভনে !


ভাল ,মন্দ ,কালাকাল -
               বিচার নাইকো তার ,
মুখে ছোটে ফুলঝুরি -
               কথার কি বাহার !


কোনটা ভাল ,কোনটা মন্দ -
                   বোঝেনাকো মানে ,
কোথায় কোন কথা বলে -
                    তাহাও না জানে  !


খাওয়া ,ঘুম ,আর -
               বিষ্ঠা  ত্যাগ কাজ ,
অকর্ম ছাড়া কর্ম -
               নেই সকাল সাঁঝ !


মুখে নেই মিষ্ট ভাষ -
             কাঠে চোট মারে  ,
ভালবাসার বোঝেনা মর্ম -
                হৃদ্যতা নেই অন্তরে  !


অর্থহীন কথা ,কর্কশ বাক্য -
                     হৃদয় হীন  মূর্খ ,
পরক্ষনেই হ্যাঙলাপনা -
                 সম নেই উল্লেখ্য !


কখন কি বলে তার -
              মানে নাহি বোঝে ,
তালমাত্রা জ্ঞান নেই -
                ভাবে জ্ঞানী নিজে  !


              *********
রাত্রি - ১১ঃ০৫ মিনিট ,
২৩ /০৯ /২০১৮ রবিবার ,
৫ই আশ্বিন ১৪২৫ ,
অলটেন -সুইজারল্যান্ড !