কিশলয় দেয় উঁকি বসন্তের আগমনে ,
শিমুলে ,পলাশে ,আগুন ঝরে এই  ফাগুনে  ।


আবীর রঙে রাঙা হলো শিমুল ,পলাশ বন ,
নব আনন্দে হিন্দোলে দোলে অলি করে গুঞ্জন ।


মৃদু সমীরন বয়ে যায়  সেথা বনলতার লতায় পাতায় ,
কৃষ্ণচূড়ায় নবমঞ্জরী  ডালে ডালে ভরে যায় ।


নব পল্লবে পল্লবীত বনানী সেজেছে শাখে ,
মধু আহরনে মধূপেরা তাই পরাগ রেণু মাখে ।


শাখে শাখে মুঞ্জরীয়া উঠে আম্র কানন ,
গুঞ্জরীয়া ফুলে ফুলে ধায় অলিগন  ।                                                    


বসন্তে বসন্তে জাগে প্রমের বকুল  ।
বন বিথীকায় ভরে উঠে বনফুল ,তিলফুল ,


চঞ্চল মৌবনে গুন গুন গুঞ্জরে  মধুকরে ,
দক্ষিণা বাতাস বহে বেনুবনে মর্মরে মর্মরে  ।
  
      
       🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝
        🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝


দুপুর -২:৪৫মিনিট ।
২৮ / ০১ /২০২০ মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।