ওগো শুভ নবমী না পোহাইও রজনী ,
তুমি অন্তে গেলে যাবে আমার উমারানী ।


মা'র প্রাণে না ধৈর্য্য ধরে উমা না থাকলে পরে ,
কেমন করে থাকবো ঘরে মন না পাশরে তারে ।


নয়নে না হেরিবো উমাশশী তুমি পোহাইলে নিশি ,
তুমি অস্ত গেলে নিশি অস্ত যাবে আমার উমাশশী  ।


ভোলা মহেশ্বর এলে লয়ে যাবে তারে কৈলাশপুরে ,
আমি থাকতে নারি  ঘরে মন যে আমার কেমন করে ।


সম্বৎসর হইলে গত উমা আমার আসবে ঘরে ,
লোক পরম্পরে শুনি জামাই নাকি ভীক্ষা  করে ।


সম্বৎসর না হেরি  উমারে থাকি আমি কমন করে ,
মা'র প্রাণে না সইতে নারে কত কষ্টে থাকে উমা হরের ঘরে ।


সোনার পুতুলি উমা আমার কালো রঙ কে মাখালো তারে  ,
শুনি ছাই ভস্ম মেখে অঙ্গে উমা শিব সাথে শ্মশানে  ঘুরে ।


তুমি না যেও নবমী নিশি এই মিনতি করি  আমি  ,
তুমি গেলে পরে  আমি নয়নে না হেরিবো উমারানী  ।
         নারি  > পারিনা ,  পাশরি > ভুলি ।


***************************
দুপুর - ১২ : ৫৪ মিনিট ।
২৮ / ১০ /২০২০ বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।