নয়রাত্রি দশদিন নবরাত্রি পালন ,
নবদূর্গা রূপে দূর্গা পূজে সর্বজন ।


মহালয়ার দিনেতে দূর্গার পাতে সবে ঘট ,
নবলোহিত বস্ত্র,পঞ্চপল্লব,হরিতকী ,পান ,সুপুরী ,দিয়ে
পূজে দূর্গার পট ।


নবরূপে  নবদূর্গা পূজে তোমায় সবে ,
পাপ তাপ কর্মফল হর মা এই ভবার্নবে ।


প্রথমদিনে শৈলপুত্রী পূজে তোমা সবে ,
হৈমবতী তুমি মাগো সুখ শান্তি স্থাপন কর ভবে ।


ব্রহ্মচারিনী রূপা  পূজিতা ব্রহ্মানি ,
মালা কমন্ডলু হস্তে তুমি চির কুমারী ভবানী ।


চন্দ্রঘন্টা রূপে মাগো সবে তোমায় পূজে ,
স্বর্নোজ্জ্বোলকনক বর্না ,ত্রিনয়না ,দেবী দশভূজে ।


দুর্বিষহ ত্রিতাপ দুঃখ অন্ডে ধর মা জননী ,
তাইতো তোমা সবে জানে কুষ্মান্ডরূপিনী ।


মহাযোদ্ধা ,দেব সেনাপতি স্কন্দের তুমি মাতা ,
সেহেতু পূজিতা হও তুমি দেবী স্কন্দমাতা  ।


ঋষি কাত্যায়নের মানস কন্যা  দেবী কাত্যায়নী ,
আষ্টভূজা শত্রুনিধনকারী ,ত্রিনয়নী ,সিংহবাহিনী ।


এলো চূল ধূম্রবর্না দেবীসপ্তম রূপিনী ,
কালরাত্রি রূপে তুমি পূজিতা জননী  ।


মহাগৌরী রূপে তোমারে পূজে ভগবতী ,
সন্তানবৎসলা ,শিবসোহাগিনী ,তুমি প্রসন্ন মুরতি ।


সিদ্ধিদাত্রী ,লাবন্যময়ী ,ত্রিনয়নী ,চতুর্ভূজা
যোগমায়া ,মহেশ্বরী রূপে তুমি পূজ্জ্যা ।


নবরূপে নবদূর্গার করি পূজা সমাপন ,
রূপং দেহি ,জয়ং দেহি ,যশং দেহি ,দিশো যোহি ,
করি মা পূজন ।


অন্ড > উদর  , স্কন্দ >কার্তিক ।


         🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏


দুপুর - ১২ : ১৮ মিনিট ।
৩০ / ০৯ /২০১৯ মেদিনীপুর ।
কেরাণিটোলা .= মেদিনীপুর ।