আকাশে দেয়া বাজে মধুর তালে ,
সলীলে ঊর্মি খেলে ফুলে ফুলে ।
                মধূপে আর মধুতে হলো মিতালী ,
                 জীবনের ছন্দে জাগে মধু গীতালি  ।
আনন্দে নন্দে নাচে নন্দ দুলাল ,
নন্দ দুলাল নাচে ছন্দ দুলাল ।
                    অরুণ তপন রাজে বারিদ মাঝে ,
                    মেঘের মৃদঙ্গ বাজে নব বিরাজে,
সাগরের ঢেউ উঠে উথাল পাথাল ,
মহুয়া কাননে ভ্রমে ভোমরা মাতাল।
                    প্রনয় মধু নিশি মিলন পিয়াসে ,
                  কমলিনী প্রিয়া পাশে মধুপ আসে ।
রিমঝিম রিমঝিম মৃদঙ্গ  বাজে ,
তরুলতা তরুবরে জড়ায়ে আছে
                   আসমানে শশী হাসে খিলখিলিয়ে ,
                  জোনাকী  জ্বালে বাতি ঝিলমিলিয়ে ।
রণ দুন্দুভি বাজে অম্বর মাঝে  ,
মেঘ  মেদুর  সাজে নব সাজে ।


      *************************
দুপুর -১২ :১৫ মিনিট !
২১ /০১ /২২  শুক্রবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !