শান্ত সৌম্যকান্তি কেগো নবীন ভিক্ষারী ,
কন্ঠে তুলশীমালা হস্তে নামের ঝোলা
                    গেরুয়া বসনধারী ।


নদীয়ার পথে চলে হরি হরি হরি বলে ,
বুক ভাসে অশ্রু জলে প্রেম ভাবে দুইবাহু তুলে ।


নদীয়ার পথে পথে "হরি" নাম ভীক্ষা মাগি চলে গৌর হরি ,
হরি নামে মত্ত হয়ে ধূলি প'রে শ্রীবাসের আঙ্গিনায় যায় গড়াগড়ি ।


অনুমতি  দাও মাগো তুমি সন্ন্যাসেতে যাই আমি গৃহ ত্যাগিয়া ,
গৃহে রইলো বিষ্ণুপ্রিয়া চলিলাম গৃহ ছাড়িয়া রেখো তারে বুঝাইয়া ।


শচীমাতার অনুমতি পেয়ে সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়ে ,
গৃহত্যাগ করিলেন গোউর জননী শচীরে কাঁদিয়ে ।


বিষ্ণুপ্রিয়া গো আমি সন্ন্যাসেতে চলে যাই ,
তুমি একা থাকো গৃহে তোমায় ছেড়ে চলিল নিমাই ।


আমি হলাম ভেক সন্ন্যাসী হবনা আর গৃহবাসী  ,
কৃপা করে উদাসী  করেছেন  আমায়   গোঁসাই  ।


শচীমাতা গো বিষ্ণুপ্রিয়া রইলে গৃহে রেখো তারে  
শান্ত্বনা দিয়ে ,
ঘরছাড়া করেছেন গোঁসাই চলিলাম সন্ন্যাস নিয়ে   ।


দুইধারে প্রেমের ধারা বহে হরিনাম ভীক্ষা চাহে দ্বারে দ্বারে ,
একবার বল হরি নাম পুরাও মনস্কাম দাও নামের ঝুলি ভরে ।


      ×××××××××××××××××××××××××××××××
দুপুর - ১ : ১০ মিনিট ।
২৪ / ০৬ / ২২ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।