গাছের আগায় উঁকি দেয় নবীন  কিশলয় ,
রোদ সোনা ছড়িয়ে দিল অরুণ আলোয় ।


সবুজ পাতায় জাগে নব নব কল্লোল ,
মনের কোণায় দোলা দেয় কত যে হিল্লোল ।


বৃক্ষশাখে কোকিলার কুহু কুহু তান ,
বৈশাখের রোদে ঘেমে প্রাণ করে আনচান ।


ফলের দোকানে লাগে ক্রেতাদের ভীড় ,
ফল আহারে দেহে কমে খানিক অস্থির ।


ফলের মূল্য যেন লাগাম ছাড়া ,
ক্রেতাদের ফল কেনার লাগে তাড়াহুড়া ।


পথচারী ক্লান্ত হয়ে গরমে অস্থির ,
কোল্ডড্রিঙ্ক পানে যেন শরীর সস্তির ।


কখনো কালবৈশেখী উড়ায়ে ধূলি ,
মনের কার্নিসে যেন খেলিছে হোলি ।


মুক্ত বিহঙ্গ আকাশের নীলিমায় ,
মুক্ত আকাশে তারা ভাসিয়া বেড়ায় ।


       *********
বেলা - ১১:২০ মিনিট ,
১৭/০৪/২০১৯ বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।