কে তুমি সন্ন্যাসী বেশে
ফিরিতেছ  দেশে দেশে ।


মস্তক মুন্ডন কেশ
ধরিয়াছ যোগী বেশ ,
ডোর কৌপিন পরা
গেরুয়া বসন কোটিদেশ ।


কন্ঠে তুলসীর মালা
কপলে অলকা তিলকা আলা ,
হরিনামে দুহাত তুলে
নদিয়ার পথে পথে উতলা  ।


জনে জনে নাম বিলাও
হরিনাম ভীক্ষা চাও ,
হরিনামে পাগল হয়ে
ধূলায় গড়াগড়ি যাও ।


শচী মাতার নন্দন তুমি
বিষ্ণুপ্রিয়ার জীবন ,
সন্ন্যাসীর দীক্ষা নিয়ে ,
ত্যাগ করিলে গৃহাঙ্গন ।


মাকে কান্দাইলে নিমাই
বিষ্ণুপ্রিয়ারে অশ্রুতে ভাসাইলে ,
নবীন বয়সে কৃষ্ণপ্রেমে মজে
পাগল হয়ে সন্ন্যাস লইলে ।


তুমি হইলে ভেক সন্ন্যাসী
হইবেনা আর গৃহবাসী ,
উদাসিন কইলো তোমায় গোঁসাই ।


শচীমাতা কান্দে ডাকে নিমাই নিমাই ,
আকাশে বাতাসে প্রতিধ্বনি নাই নাই ।


ঘরে বধূ বিষ্ণুপ্রিয়া জ্বলন্ত আগুনি ,
তারে কি প্রবোধ দেবো বলরে নিমাই শুনি ।


ধূলায় লুটাইয়া কাঁদে বধূ বিষ্ণুপ্রিয়া ,
কি বলিয়া বুঝাইয়া রাখি নিমাই দেরে বলিয়া ।


তুই হইলি নবীন সন্ন্যাসী আসবিনা গৃহে ফিরে ,
হরি প্রেমে বক্ষভাসে জলে মা'র প্রাণে কি ধৈর্য্য ধরে ।


      ××××××××××××××××××××××
      রাত্রি  = ১০ : ৪০  মিনিট ।
  ০৯ /১১ /২২ বুধবার ।
        কোলকাতা  ।