কাঠ ফাটে মাটি ফাটে ফাটে চাষের জমি ,
নদী , খাল ,পুকুর শুকায় শুকায় জলাভূমি ।
শস্য শুকায় ফসল শুকায় শুকনো চাষীর বুক ,
আবাদী জমি শুকিয়ে গেছে শুকনো চাষীর মুখ ।
ঝড় বৃষ্টি নাই কালে ফসল ফলবে কিসে  ,
আবাদী জমি পতিত পড়ে বৃষ্টি নাই দেশে ।
পুকুরের জল শুকিয়ে গেছে জমিতে নাই পানি ,
প্রখর তাপে মৎস্য মরে শুকায় সবজির জমি ।
নদীতে জল শুকিয়ে গেছে যেন সাহারার মরুভূমি ,
নদী পারাপার করতে পথিক হয় সে ক্লান্ত ঘামি।
বৈশাখ মাসে নেই খুঁজে পেতে কাল বোশেখের ঝড় ,
নেই ঝড় জল তীব্র তাপেতে মাটি ফেটে চৌচির ।
পাখীর কূজন নেই হেথা আজ নেই আম কুড়াবার ধুম ,
তাপেতে ক্লান্ত অবসন্ন দুপুর নিস্তব্ধ নিঃঝুম ।
ঝড় নেই বৃষ্টি নেই মেঘের কড়াৎ আওয়াজ শীলাবৃষ্টি ,
কি নিদারুণ তাপদাহে দেশ জ্বলে একি অনাসৃষ্টি ।
তেজদীপ্ত তপনের তাপে দহে দেশবাসী ,
ঝড় বৃষ্টি নেই দেশে উবে গেছে বুঝি কালবৈশাখী ।
তেজদীপ্ত তপন যেন ক্ষুব্ধ ,জ্বলে রোষানলে ,
হেরি তার রোষানল বরুণ রাজ ভীত অবহেলে ।
পয়োধর নাই আসে দাপটে নাহি আসে প্রভঞ্জন ,
গুরুগম্ভীর না গর্জায় মেঘ শনশন না হুঙ্কারে পবন ।
খর তাপে মাটি ভাপে অতীষ্ট জীবন রাখা দায় ,
ঘরে বাইরে তীব্র তাপ  "লু" বয় জীবন আয়ঢায় ।


***************************
বিকাল - ৪ :০০ টা ।
২৭ /০৪ /২২ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।