সেই গ্রামেতে ছিলাম সবে, ছোট্ট কুটীরে,
সুখ শান্তি করতো বিরাজ সরবদা সেই ঘরে।
সহজ, সরল, সাদা-মাটা জীবন ছিল সেথা,
ছিলনাকো নকল ভদ্রতা আর আধুনিক সভ্যতা।
খেতাম সেথা শাকে-ভাতে, সুখেতে শান্তিতে,
মাটির মেঝে, কাঠের পিড়ি, বসে একসাথে।
গ্রাম্য খাদ্যাভ্যাস ছিল, ছিল সাধারন পোশাক,
ছিলনাকো বিরিয়ানী, চিলিচিকেন, হালফ্যাসন ড্রেসআপ।
না ছিল বিজলী বাতি, ছিল কেরোসিনের আলো,
ছিলনা টিভি, সিনেমা, তবুও ছিলাম ভালো।
ছিল সুখ, ছিল শান্তি , ছিল প্রানভরা ভালবাসা,
ছিল চাওয়া, ছিল পাওয়া,  ছিল ছোট ছোট প্রত্যাশা।
স্নেহ ছিল মমতা ছিল, ছিল প্রেম, শ্রদ্ধা-ভক্তি,
জ্নান ছিল, বিবেক ছিল, মান ছিল, আর ছিল শক্তি।
পরস্পর প্রতিবেশী সবে ভাই ভাই,
বিপদে-সম্পদে মোরা মিলে যাই সবাই।
রথ যাত্রা, পৌষপারব্ন আর গ্রামের মেলা,
দলবেধে মেলা দেখা, বিকেল , সন্ধ্যাবেলা।
জিন্স, ট্প, কুরতী, টি-শারট ডিজাইন পোষাক,
রং সেজে, সং সেজে, নকল বিউটি মেকআপ।
মোটা ভাত, মোটা কাপড়, অতি সাধারন মানুষ,
বিলিতি খানা ছিলনাক, তবু ছিল হুস।
ছিলনাকো কাটলেট, ওমলেট, সাথে পোলাও,
ছিল অফুরন্ত ভালবাসা, মায়া মমতা ঢালাও।
ছিলনাকো অসুখ-বিসুখ, আর মারন রোগ,
না ছিল ডায়াবেটিস, হাই-প্রেসার, সাথে দুরভোগ।
ছিলনা কাঞ্চন, কামিনি, না ছিল বৈভব,
ছিল শুধু জ্নান, বিবেক, করতব্য, সদ্ভাব।
ক্রোধ, লোভ, দ্বেষ, হিংসা ছিলনাকো সেথা,
এখন দেখি শুধু রেশা-রেশি, দ্ব্ন্দ্ব, স্বারথ্পরতা।
বাহ্যিক শ্রদ্ধা ভক্তি, ভালবাসা আর করতব্য,
পরে যা হয় দেখা যাবে, এই ভবিতব্য।
ছোট ব্ড় ভালবাসার নেই কোন দাম,
দেখানো সেই ভালোবাসা আর শুধু অপমান।
    ---------- * -------------