কেগো নন্দিনী  হাতে কিঙ্কিনি বাজে রিনিঝিনি ,
চরণে নুপূর বাজে শিঞ্জিনি ,কার মন লইলে জিনি ।
আঙ্গুলে অঙ্গুরী কন্ঠে গজমতি হার ,আ মরি কিরূপ বাহার ।
গ্রীবায় চিক শোভে ললন্তিকা দোলে ,কন্ঠে আরো দোলে সীতাহার ।
দুইচোখে কাজল টানা কে তুমি হরিনী নয়না ,
হাতে মানতাসা কানে কানপাসা কেগো তুমি মনোহরনা ।
মাথায় টায়রা আর সিঁথিতে টিকুলি বেণীতে বাঁধা ফিতা ,
কোটিতে কোটিবন্ধ বাঁধা তুমি কার মনহরিতা ।
জরিপাড় শাড়ী আর কোমরে  গাগরী ,
রুনুঝুনু নুপূর পায়ে তুমি কার সুন্দরী ।
পিষ্টদেশে বিনুনী দোলে যেন কালো ফণী ,
ঠুমুক পায়ে কোমর দোলে কার গরবিনী ।
আলতা পায়ে হেঁটে যাও আলতো আলতো পায়ে ,
যেন রাঙা পলাশ ফোটে পথময় ছেয়ে ।
চোখের চাহুনী  যেন বিঁধিতেছে তীর,
অঞ্চল উড়িয়ে যাও যেন চঞ্চল সমীর ।
কুমকুম টীপ আঁকা ভ্রুযুগল মাঝে ,
যেন চন্দ্রিমা উদয় হয় নভোনীলে রাজে ।


***********************
রাত্রি -৯:00 টা ।
০৩ /০৩ /২১ বুধবার   ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।