ও মা নন্দরানী গো-
    আমরা সাধ করে কি তোর কানুরে চাই?
তোর গুণের কানাই কি গুন জানে,
                  আমরা অরণ্যেতে অন্ন পাই  ।


সিংহে চেপে এলো কে যে মহিষাসুরমর্দ্দীনী-
সে যে দশ করেতে তোর কানুরে খাওয়ায় নবনী।
অসামান্য সেই রমণী নয় সামান্য রমণী ,
তার রূপের ছটায় ভুবন আলো এমন তো আগে দেখিনি।
তুই কি নবনীর গৌরব দেখাস এমন কোথাও দেখি নাই।


বনের থেকে এলো কেটা বলদে চড়ে ,
তার মাথায় জটা ,ত্রিশূল ডমরু হাতে ,শিঙায় গান করে।
ও মা মাথায় জটা না থাকিলে ঠিক যেন দাদা বলাই।


আবার দেখি কেউ হাতিতে কেউ মুষিকে ময়ূরে চড়ে,
করজোড়ে তোর কানাই এর পায়ে এসে পড়ে।
তোমার গুণের কানু কি যাদু জানে ভেবে আমরা মরে যাই।


মা গো তোর ঘরেতে যতেক রাখাল করলো চুরি সর আর ননী,
সবাই মা গো সাধু হলো শুধু বাঁধলি নীলমণি,
ও মা এ তোর কেমন বিচার মা শাস্তি দিলি তেমনি।


           ******************
সকাল - ১০ :২৬ মিনিট।
২৮ / ০৬ /২১ সোমবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।