যে মা মাটির মান বাঁচাতে ঢাললি বুকের রক্ত ,
সেই মা- কেই করলি রে তুই অশুচি অপবিত্র ।
সেই তো রে তোর জননী স্বরূপা সেই তোরে তোর বোন ,
তারেই তুই করলি হরণ লুঠলি মান সম্মান তার জীবন ।
নাই কিরে তোর বিবেক বুদ্ধি নাই কিরে তোর হুঁশ ,
লোভ লালসায় হারালি চরিত্র হলিরে পাশবিক অমানুষ।
নাই কি ঘরে জননী ভগিনী নাই কি কন্যা সন্তান ,
তাদেরই কি এই ভাবেই করতি হনন লুটতি সম্মান ।
রক্তাক্ত করলি তারে আঘাত করলি দেহে নৃশংস হত্যা ,
একিরে তোর নারকীয় পাশবিকতা এই কি নৃশংসতা ।
সভ্য সমাজে নরপশুর বাস ইচ্ছে যখনই মা বোনেরে খাস ,
কর গিয়ে তুই অরণ্যে বাস নাই অধিকার সভ্য সমাজে বাস।
নরপশু হিংস্ররে তুই মানুষে দেখলেই জাগে লালসার নেশা ,
তাই তোর যোগ্যস্থান বনে জঙ্গলে জন্ত জানোয়ার সাথে বাসা।
মনুষ্য সমাজে বাস করার নাই যোগ্যতা তুই কুকুরেরও অধম,
বিষ্ঠা মল করে ভক্ষণ জানোয়ার সাথে থাক গিয়ে ওরে নরাধম ।
নইলে কখন করবি যে গ্রাস কত জননী ভগিনীর মান সম্ভ্রম ,
দেখতে তুই মানুষ আকার চরিত্র তোর জানোয়ারেরা মতন ।
মীরজাফর বাস করত নবাব সিরাজদ্দৌলার নবাবী যুগে,
নারীদের সে সম্মান করত আপন মাতা ভগিনীর চোখে ।
*****************
রাত্রি - ১১ : ০৬ মিনিট ।
১৬ / 0৮ / ২৪ শুক্রবার ।
কোলকাতা ।