'' নারী '' বোলে ,সবাই মোদের -
              বলে ,নারীর নিজের নেই কিছূ ,
দেখছি আমি জগৎ চলে -
               নারীর পিছু পিছু  !


বাপের বাড়ী লক্ষ্মী নারী -
                 শ্বশুরালয়ে অন্নপূর্না ,
ছেলের গৃহে জননী নারী -
                 নারী ছাড়া জগৎ অসম্পূর্না !


নারীর চেয়ে আপন করতে -
                  কেউ কি পারে আর  ?
আপনজন ছেড়ে এসে -
          পরকে আপন করে আবার !


বিয়ের সময় গোত্রান্তর -
             সকল নারী হয় ,
কন্যা ,ভগিনী ,জায়া ও জননী রূপে -
                         সকল কষ্ট সয়  !


ভারতমাতা সেওতো নারী -
                 নারী জগৎ ধাত্রী ,
নারীই জেনো  এই জগতে -
                   সবার জন্ম দাত্রী !


পুরুষ শাসিত সমাজে ভাই -
                পুরুষকে বড় করে ,
জাননা কি সেই পুরুষকেই -
                   নারীই গর্ভে ধরে  !


মহাকাল থাকে শুয়ে -
               নারীর পদতলে ,
নারী ছাড়া বিশ্ব সংসার  -
               কখনো না চলে !


          **********
দূপুর - ১২:০০ টা ,কলকাতা ,
১০ /১০/২০১৭ , মঙ্গলবার  !