আজও নারী স্বেচ্ছায় পরাধীন নিজে ,
তারা তাদের স্বাধীন স্বত্বাকে রাখে চেপে!
মনে ভাবে স্বামীই তাদের সর্বেসর্বা ,
নারী নয় মানুষ ,নেই অস্তিত্ব ,তাদের ধর্ম সেবা !
নারী ভাবে নেই তাদের যোগ্যতা,নেইবুদ্ধি ,তারা স্বেচ্ছায় বঞ্চিতা ,
তাদের নিজের অস্তিত্বকে বিসর্জন দিয়ে হয় লাঞ্ছিতা !
বিবাহে আবদ্ধ হয়ে ,সন্তানের জন্ম দিয়ে বংশ করবে রক্ষা ,
আজও নারী ধর্ষিতা ,প্রতারিতা ,পরাধিনতার শৃঙ্খল বাঁধা !
নারীর নিজস্বতা হারিয়ে যায় ,অকালে কেউ প্রাণ হারায় ,
নারীর ভবিষ্যতের সম্বল স্বামী -সন্তান  বার্দ্ধক্যের সহায় !
আজও পিতা-মাতারা কন্যাদায় থেকে মুক্তি পেতে চায়় ,
ঘর,বর ,যা'ই হোক ,কন্যা পাত্রস্থ হলেই দায় মুক্ত তায় !
নারী হয় প্রতারিতা , লাঞ্ছিতা , জর্জরিতা পণ প্রথায় ,
তাই তারা আগুনে পুড়ে মরে ,দড়ি দেয় গলায় !
কিংবা পাত্র বাড়ির লোকেরাই মেরে , গলায় দড়ি দিয়ে টাঙায় ,
বাবার বাড়ী খবর দেয় ,করে শোক ,দুঃখের অভিনয় !
নারী তুমি বুঝেও কি বোঝনা ?
তোমাদের এখনো জাগেনিকো চেতনা ?
নারী তুমি ঘুমিওনা ,ওঠ, ঘুরে দাঁড়াও ,কর প্রতিবাদ ,
আজ নারী দিবসে নারী ধ্বংসের করি প্রতিরোধ !
নারী শক্তি ,বড় শক্তি ,নেই দমিয়ে রাখার ,
নিজেকে নারী যদি চেনে ,কোন শক্তি নেই দমাবার !
নারী-পুরুষ সমান মোরা এইহোক মোদের উক্তি ,
বল নারী মোরা সম্পূর্না ,পুরুষে নেই আসক্তি  !


                    ***********
বেলা ১০:২০ মিনিট ,
০৭ /০৩ /২০১৮ বুধবার !
          ডেবরা !