নারী পুরুষ একই শাখায় দুটি ফুল ,
দুটি জাতি নয় ভুল আমরা জানি -
পুরুষ চষিছে হ'ল ,নারী যোগায় জল ,
তৈরী করে চাষের উপযোগী মাটি !
সেইজমিতে ফলবে সোনার ফসল ,
পুরুষ যখন হয় ক্ষুধার্ত ,তৃষ্ণার্ত -
নারী যোগায় ক্ষুধার অন্ন ,তৃষ্ণার জল ,
পুরুষের ক্ষুধা ,নারীর সুধা ,দুইয়ে মিলে -
সৃষ্টি হয় অপূর্ব ফুল ও ফল !
পুরুষ রোপিল বীজ ,নারী ধরিল তারে ,
সৃষ্টির অন্তরালে অঙ্কুরিত হয় বীজ নারীর শরীরে -
নারী সেই অঙ্কুরকে লালন পালন করে ,
সুন্দর এক বিশাল বৃক্ষ তৈর করল পৃথিবীর বুকে !
নারী সমভাগ বেঁটে নিল পুরুষের সাথে ,
সমান ভাবে তাল মিলিয়ে হাঁটছে পুরুষের হাত ধরে -
সমান কর্ম ,সমান মর্য্যাদা,সমান যোগ্যতায়  !
এখনো নারী কোন কোন ক্ষেত্রে পুরুষের -
দৈহিক পাশবিকতার কাছে হার মেনেছে  !
নারীর আংশিক দৈহিক শক্তি কমের জন্য ,
হচ্ছে পুরুষের পাশবিক লালসার শিকার !
কত  অঘটন ঘটে অহরহ ,হিসাব রাখেনা তার ,
নারীই যে তার ভোগের বস্তু ,এই কিছু নরাচার !
গৃহে মা ,বোন ,স্ত্রী ,কন্যা ,বিস্মৃত হয় ,ভুলে-
যায় এই নারীরা ঘরে আছে তার !
নারী -পুরুষ উভে যদি হাতে হাত ধরে হাঁটে ,
পৃথিবী হবেই সুখের স্বর্গ ,এই সৃষ্টির শ্রেষ্ঠ বিচারে !
নর ও নারী সমান সমান ,প্রভাত হবে নব সূর্যোদয় ,
পৃথিবীতে আর থাকবেনা ,নারীর -নারীত্বের ভয় !
নারী ,পুরুষ যখন সমান সমান তবে ভয় আর কেন ?
পুরুষ এখনো বার বার কেন করে নারীত্ব হনন ?
বালিকা ,কিশোরী ,প্রৌঢ়া ,বৃদ্ধা ,বাদ দেয়না কাউকে ,
ধর্ষন করে ,খুন করে ফেলে ,যেখানে সেখানে তাকে !
নারী -পুরুষ যখন সমান সমান ,তবে কেন এমন কাজ ?
ভয় মুক্ত হোক্ ,লালসা ,ধর্ষন ! অনাচার মুক্ত হোক্ সমাজ !


                     ***********
বেলা -১২:২৫ মিনিট
৩০ /০১ /২০১৮ মঙ্গলবার
            ডেবরা