নারীই স্রস্টা নারীই মৃত্যু ,
নারীই মাতৃ নারীই শত্রু ।
নারীই শক্তি নারীই মুক্তি ,
নারীই ধর্ম নারীই ভক্তি ।
নারীই জাগরণ নারীই গতি ,
নারীই হন্তা নারীই জ্যোতি ।
নারীই সৃষ্টি নারীই ধ্বংস ,
নারীই রক্ষা করে বংশ ।
নারীই ভাঙে নারীই গড়ে ,
নারীই বাঁধে ঘর ভাঙেও তারে ।
নারী আনে শান্তি নারী তোলে ঝড় ,
নারীই অনন্তরূপী রূপের আধার ।
নারীই সৎ নারীই সতী,
নারীই অসৎ  নারীই দূর্মতি ।
নারীই ভার্য্যা নারীই ভগিনী ,
নারীই কন্যা নারীই  জননী ।
নারীই ক্ষমা নারীই ভামিনী ,
নারীই দয়া দশপ্রহরন ধারিনী ।
নারীই ক্লিষ্ট নারীই দামিনী,
নারীই জায়া দশমহাবিদ্যারূপিনী ।
নারীই চন্ডা উগ্রচন্ডা নারীই প্রচন্ডা ,
নারীই চন্ডী চন্ডরূপা নারীই চন্ডিকা ।
নারীই বিদ্যা নারীই বুদ্ধি ,
নারীই সন্ধ্যা নারীই গায়ত্রী !
নারীই শান্তি নারীই কৃষ্টি ,
নারীই দামিনী নারীই ভিত্তি ।


      ***********
বিকাল - ৫ :৪৮ মিনিট !
১৫ /০৮ /২১ রবিবার !
রবীন্দ্রানগর  = মেদিনীপুর !