শ্যামলীমার সবুজ বুকে ,
বাঁচবো মোরা ,বাঁচবো সুখে ।
থাকবো মোরা আনন্দে ,
নিত্য কাজের  ছন্দে ।


খাটবো গায়ে গতরে ,
ফলবে ফসল ক্ষেত খামারে ।
সবুজ সোনা মাটিতে ,
ফলবে ফসল ক্ষেতেতে ।


লাঙল কাঁধে আয়না ভাই ,
চষতে জমি চলনা যাই ।
মাটি মোদের 'মা' ,
কাদা লাগুক গায় ।
সোঁদা মাটির গন্ধে ,
মন ভরে আনন্দে ।


ওরে চাষী ভাই ,
আয়রে মাঠে যাই ।
মাঠের ফসল ঘরে ...
তুলতে হবে এবারে ।


আয়রে আয় ভাই ,
ধান কাটি সবাই ।
নুতন ফসল ঘরে তুলে ,
নবান্ন বানাই সকলে ।


   **********