মিলন ? সে যে আমার নয়ন মণি ,
দৌড়ে বেড়ায় সারা ঘরে ছোট্ট পা দুখানি !
দুষ্টু মুখের হাসি খানি ভূবন মানে হার ,
ছোট্ট পায়ে দৌড়ানো তার ,মন কাড়ে  সবার !
নিত্য নূতন দুষ্টুমী তার ,কত দেখি আর ,
দুষ্টুমীতে ভূবন ভরে , হার মানে সংসার !
সেযে আমার যাদুমণি ,কেমনে প্রানে ধৈর্য্যমানি ,
তারে হেরিলে জুড়ায় আমার জীবন খানি !
সে না ঘরে থাকলে পরে মন যে আমার কেমন করে ,
মনের কথা কেমন করে ,বল আমি বুঝাই কারে ?
সে আমার মাণিক রতন ,বুকে জড়িয়ে জুড়ায় জীবন ,
থাকলে সে ঘরে  ,ঘর যে আলো করে তখন !
বুকের মাণিক ,চোখের মণি , সে যে আমার নয়ন মণি ,
বড় হয়ে করবে সে জয় সারা ভূবন খানি !


               ********;
বেলা-১:২০মিনিট
০৯ /০৫ /২০১৫ শনিবার
অলট্যান (সুইজারল্যান্ড )