তোরা আমার বুকের মাণিক আমার যাদু সোনা ,
তোদের কোলে ধরে আমার  আনন্দ ধরেনা ।
তোদের পেয়ে মনে আমার খুশীর জোয়ার এলো ,
আঁধার ঘরের মাণিক তোরা মায়ের চোখের আলো ।
তোদের পেয়ে  বিশ্বে আমি না করি কিছুর ভয় ,
তোরা আমার বল ভরসা আলো করলি জগৎময় ।
দিনের সূর্য তোরা আমার রাতে চাঁদের আলো ,
তোরা ঘরে থাকলে আমার ঘুচে আঁধার কালো ।
তোরাই আমার বিশ্বভূবন তোরাই আমার স্বর্গ ,
তোদের বুকে জড়িয়ে আমার মনে ভরে গর্ব ।
তোরা আমার মুক্তা মাণিক অমূল্য রতন ,
তোদে বুকে ধরে আমার জুড়ায় যে জীবন ।
সাত রাজার ধন তোরা আমার আমার নয়ন তারা ,
বুক ভরেছে তোদের পেয়ে আমার ধ্রুবতারা ।
কত সাধনার ধন তোরা মায়ের বুকের ধন ,
তোদের পেয়ে বুক ভরেছে ভরেছে মায়ের মন।
তোরাই আমার শান্তির দূত আমার সুখের আধার ,
তোরা ঘরে না থাকলে পরে আঁধার হেরি চারিধার ।
তোদের  বুকে ধরে আমি পাই যে স্বর্গ সুখ ,
তোরাই আমার বিশ্বভূবন ভরেছে আমার বুক ।


************************
সকাল - ৮ :৫৫ মিনিট ।
১৬ /০৫ / ২২ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।