কলিতে গৌরাঙ্গ রূপ নদীয়াতে এলে ,
খোল করতাল বাজে হরি হরি বোলে !
গোলক বিহারী হরি ,তাই নাম গানে ,
ঘনশ্যাম তুমি ওগো বৃন্দাবন ধামে !
হরি হরি নাম গানে ,আঙিনাতে গড়াগড়ি যাও ,
চাঁচর চিকুর কেশ ,ময়ূর পাখা তায় !
ছল ছল করে আঁখি ,হরি হরি নামে ,
অশ্রুর  প্লাবন বহে , তব বক্ষধামে !
ঝলমল করে চূড়া ,চিকুর কেশ 'পরি ,
ভিক্ষা যাঞ্চে গৌউর হরি ,গৃহ পরিহরি !
টলমল করে পা ,হরি নামের নেশায় ,
ঠমকি ঠমকি চলে হরি শ্যামরায় !
ডোর কৌপিন বেশ ,সন্ন্যাসেতে চলে ,
ঢলে ঢলে পড়ে গৌউর ,হরি হরি বোলে !
নয়ন ঝরে অবিরল ,হরির নাম কালে ,
নেচে নেচে চলে গোরা ,জয় রাধে বোলে !
দুবাহু তুলিয়ে নাচে নদীয়ার পথে ,
দয়াল হরি এলোরে পাতকী উদ্ধারিতে !
গলে দোলে বনমালা ,চাঁচর চিকুর কেশ  ,
দু'হাত তুলে হরি বলে ,আহা কিবা বেশ !
নদীয়ার পথে পথে গৌউর হরি যায় ,
হরি বলতে নয়ন ঝরে কিবা শোভা পায় !
হরি হয়ে হরি  তুমি গড়াগড়ি  যাও ,
চৈতন্য হইয়া তুমি নীলাচলে  যাও !


             *********


বেলা ১০:২০ মিঃ ,ডেবরা !
২৫ /১১ /২০১৬ ,শুক্রবার !