আশ্বিনেতে মেঘের ঘটা চলছে নিশিদিন  ,
আসছে পূজা শরৎ শশীর নেইকো কোন চিন ।
ঝর ঝর ঝর ঝরছে বাদল চারিদিকে জমেছে জল ,
রাস্তা ঘাটে নদী নালায় নামছে জলের  ঢল ।
কড় কড় কড় কটাৎ কড়াৎ পড়ছে কত বাজ ,
বিদ্যুৎ তারে পায়ে জড়ায় প্রাণ হারায় কত আজ ।
থৈ থৈ থৈ জলে ভরা হলো যে আজ বসুন্ধরা ,
নেইকো বস্ত্র নেইকো অন্ন সহস্র মানুষ গৃহহারা ।
কাশের ফুলে লাগলো নাচন মানুষের আজ বন্দী জীবন ,
বাঁধ নদী খালে ধরলো ভাঙ্গন মানুষের নেই সুস্থ জীবন ।
শিউলী ফুল নেইকো ঝরে রাস্তার উপর  ,
সেথায় জলের ঢেউ খেলে যায় প্রতি পলে পল ।
পূজার প্যান্ডেল হয়নি বাঁধা নেইকো ঢাকের শব্দ,
শুনছি কেবল বিপদ সংকেত চারিদিক নিস্তব্ধ ।
সবাই দেখি স্তব্ধ আজি নেই পূজার আনন্দ  ।
শিশুরাও আজ নিরব গৃহে নেইকো পূজার গন্ধ ।
নূতন নূতন জামা কাপড় নেই যে কেনা কাটা ,
শরৎকালে নিম্নচাপে সব আনন্দে আজ ভাটা ।
বাজার হাট খোলা দোকান নেই কেনা বেচার ভীড় ,
দোকানদার দোকানে বসে যেন মৌন ও বধির ।