২৩শে জানুয়ারি ১৮৯৭ সাল -
        উড়িষ্যার কটকে জন্মিলে হে মহান ।
প্রভাবতী দেবী তোমার মাতা -
                    জানকী নাথ বসু পিতা ,
তাঁর ছিল চৌদ্দ জন কন্যা আর পুত্র ,
                  তার মধ্যে তুমিই ছিলে  নবম পুত্র ।
তোমায় সবাই বলে দেশনায়ক নেতাজী ,
                 এমিলি শেন্কল তোমার অর্ধাংগিনী ।
দেশের নায়ক তুমিই নেতাজী সুভাষ ,
            একমাত্র কন্যা তোমার অনীতা বসু পাফ।
দেশ স্বাধীনতায় ছিল তোমার মহান অবদানই   ,
     ১৯৪২ সালে সৈনিক বেশে গিয়েছিলে জার্মানি।
রাজনীতি ছিলো তোমার একমাত্র পেশা ,
           দেশ স্বাধীন করবে ছিলো  তোমার নেশা ।
কংগ্রেসে ফরওয়াড় ব্লকের তুমি ছিলে  নেতা ,
         আজাদ হিন্দ সেনাবাহিনী গড়লে হে ত্রাতা ।
তুমি আছো কি নেই , কেউ তা না  জানে,
    সবাই উত্সুক আজ তোমার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ।


            🇵🇾🇵🇾🇵🇾🇵🇾🇵🇾🇵🇾🇵🇾🇵🇾🇵🇾🇵🇾
রাত্রি - ৮:২০ মিনিট ।
২২/০১/২০২০বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।