নীল নীল পাখীটি নীল ডানা মেলে ,
নীল নীল আকাশে উড়ে যায় নীলে ।
নীল নীল যমুনার ঐ নীল জলে ,
চলে না জাহাজ আর নীল নোনা জলে ।
নীল নীল নীল বিষে সবই হলো নীল ,
উদ্গারে নাগিন বিষ যথা শৈল  শীল ।
বিষে বিষে সারা বিশ্ব হয়ে গেল নীল ,
জল ,স্থল ,মরু ,ব্যোম ,সবই তার সামিল ।
বিষে বিষে বিষাক্ত হয়ে গেল বিশ্বময় ,
সদা  আশঙ্কা  মনে সদা জাগে ভয় ।
বিশ্ব আতঙ্কিত বিষে করোনা ভাইরাস ,
বিশ্ব কাঁপে বিষে ,মনে জাগে ত্রাস ।
কে কখন নাগিনের ছোবলে পড়ে হায় ,
তার বিষে নীল হয়ে যায় প্রাণ যায় ।
নীলকন্ঠ  পাখী আর উড়েনা নভোনীলে ,
সেও নীল হয়ে গেছে বুঝি ঐ বিষের নীলে ।


           ***************
দুপুর -১২ :৪৭ মিনিট ।
১০/০৪/২০২০ শুক্রবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।