নীল আকাশে নীল অম্বরে ,
নীল পাখি টা যাচ্ছে উড়ে ।
নীলে মিশে নীল সে পরী ,
নীল আঁচল যায় যে উড়ি ।


নিতুই নূতন নীলাকাশে ,
সাদা মেঘের ভেলা ভাসে ।
নীলের কাছে নীল যে হাসে
নীল পাখি টা অনেক আশে ।


নীল পাহাড়ের নীল শিখরে ,
নীল ঝর্না পড়ছে ঝরে ।
নীল পাখি টা জলের 'পরে ,
নাইছে সেথা নীল সায়রে ।


মহাশূন্যে ঐ যে নীল ,
আকাশ সেথায় ওই সুনীল ।
যমুনার বারি ওই যে নীল ,
নীলে নদী মিশে সুনীল !


নীলের মাঝে নীল যে খুঁজি ,
নীল পাখি টা উড়ছে  বুঝি ।
খুঁজতে খুঁজতে পাগল ওসে ,
বাঁধন হারা হয় সে শেষে ।


প্রেম বাঁধনে বাঁধলে নীলে ,
নীলমণি মোর কোথায় ওরে ।
নীলমণি লুকালো নভনীলে ,
নীল অক্ষী দেখে যমুনা জলে ।


নীল পাখি  নীলে খুঁজে মরে ,
নীলে না পায় নীলাম্বরে ,
নীল জলে যমুনা নীলে হেরে ,
নীল নয়নে নীল বারি ঝরে ।


*****************
দুপুর - ২: ২০ মিনিট !
০৫ /০১ /২২ বুধবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !