প্রকৃতি জননী  মাগো তুমি কেন অবলা ,
এত কষ্ট রোগ যন্ত্রণা কেন সহ অচলা।
মনুষ্য জীবন আজই দুর্বিসহ ময় ,
অহরহ ভয় সন্ত্রাস চিতে জেগে রয়।
নাই শান্তিতে চোখে ঘুম নির্বিঘ্নেতে বাস ,
কখন যে কি হবে ভেবে এই সদা ত্রাস।
শত প্রচেষ্টা শত চেতনা শত পরিশ্রম ,
তবু কেন চলে ধরাপরে রোগ শোক অবিরাম।
.মানুষের সাথে মানুষের স্পর্শের ভয় ,
কে জানে কখন কিভাবে রোগ শরীরে প্রবেশ হয়।
মানুষে মানুষে আজ কত ব্যবধান ,
আত্মীয় অনাত্মীয় যেন নেই চিনমান ।
এ শুধু যন্ত্রণাময় মনুষ্য জীবন ,
আর কতকাল রবে এই বীজ বপন !
মানব জীবন আজ বড় অসহায় ,
কিছুতেই না করা যায় রোগ নিরাময়।
চারিদিকে মহামারী অতীমারীর রব  ,
কবে হবে শান্তিভূমি রোগ নিরুপদ্রব।
মাগো তুমি সব পার যদি ইচ্ছা কর ,
তবে কেন নীরব মাগো রোগ শোক বন্ধ কর।
তোমার মুক্ত আলো বাতাস খাদ্য জল ফল ,
সব দিয়ে কর মাগো ভূমি শান্ত সুশীতল।


      *****************
সন্ধ্যা - ৭:৫৫ মিনিট।
০২ /০৫ /২১ রবিবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।