নিঃসঙ্গ জীবন আর ভালো নাহি লাগে ,
দিনগুলি কাটে ঘরে একা একা থেকে ।
সংসার ধর্ম বড় কঠিন কর্তব্যময় ,
কর্তব্য পালন হেতু জীবন কাটে সমুদয় ।
ছোট ছোট সন্তাদের মানুষ করার তরে ,
কঠিন কর্তব্য ছিলো মোর মাথার উপরে ।
বিদ্যালয়ে  পাঠ তরে পাঠালাম তাদেরে ,
সারাদিন কাটে মোর একা একা ঘরে ।
বড় হয়ে ছেলে মেয়ে যে যার কর্মস্থলে যায় ,,
সারাদিন  একা একা কাটেনা সময় ।
কি করি কি করি একা ভেবে ভেবে মরি ,
খাতা কলম আর কবিতা মোর সহচরি ।
কবিতা আসে মনে মনে কত কথা কয় ,
তাকে নিয়ে সারাদিন কাটে মোর সময় ।
দিনরাত কত কথা কয়  মোর কানে কানে ,
কখনো সে লুকোচুরি খেলে মোর সনে ।
বাহিরিয়া আসে মোর অন্তরের অন্তঃস্থল হতে ,
তাই তারে আদরেতে থাকি যতনেতে  ।
সে আমার সন্তান সন্ততি আর স্বামী রতন ,
তাই তারে মনের মতো করি সযতন  ।
মনেতে প্রবোধ দেয় সে আমার নিঃসঙ্গ ঘুচায় ,
তাই আমি সযতনে তারে রাখি হৃদয় পিঞ্জিরায় ।


      **********************
সকাল - 8 :48 মিনিট ।
10 /09 /21 শুক্রবার ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর  ।