কেঁদে কেঁদে কয় নীলমণি ,
মাগো আর খাবনা সর ননী !
বাঁধন খুলে দাও মাজননী ,
গোঠে লয়ে যাই গোধনী ।
ছেড়ে দাও যশোদা মাই ,
গোধনী লইয়ে গোষ্টে যাই ।
গোঠের রাখাল আমরা সবাই ,
গোষ্টেতে গোধনী চরাই ।
পরিয়ে দাওমা ধড়া চূড়া ,
গোঠেতে যাব মা আমরা ।
রাখালরাজা মা তোর কানু ,
গোঠে বাজায় মোহন বেনু  ।
বেনু শুনে যতেক ধেনু ।
দৌড়ে আসে যেথা কানু ।


মা যশোদা বলেন গোপাল ,
লইয়ে যত গোঠের রাখাল ।
হইয়ে রাজার ছাওয়াল ,
একি কান্ড করলে গোপাল ।
ভান্ড ভাঙ্গ খাও ক্ষীর ননী ,
এ তোমার কেমন দুষ্টুমি ।
গোপিনীদের দধির ভান্ড ,
ভেঙ্গে কর লন্ড ভন্ড ।


******************
    দুপুর - ১২ : ০৫  মিনিট!
০৩ /০৩ /২২ বৃহস্পতিবার  !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !