আছি মোরা বাইরে
            তাই ঘরের টান নাইরে ।
এখন কি করি ভাবিরে
            তাই ভেবে না পাইরে ।


রাত দিন ঘরে বসে
          মন ঘরে নাহি বসে ।
মন উড়ে নীলাকাশে
       যেথা কালো মেঘ ভাসে  ।


হৃদয় জুড়ে কেবলই ব্যাথা
          কারে বুঝাই মনের কথা ।
মন বেড়ায় হেথা হোথা
         কোথায় জুড়াই মনের ব্যাথা ।


মনেতে মন নাই
         কোথা তারে খুঁজে বেড়াই ।
তার দেখা আর না পাই
           কোথায় সে নিলে  ঠাঁই ।


ঘরেতে নাই তার থানা
              কেবলই ধরে বাহানা ।
কোথাও যেতে আছে মানা
               তবুও সে কথা শোনেনা ।


মনেরে বোঝাই কথা শোন
             ধৈর্য্য ধরে থাক এখন ।
পাবিরে অমূল্য রতন
              বাঁচলে তোর জীবন ধন  ।


      ****************
সন্ধ্যা - 7: 55  মিনিট ।
21 /07 /21  বুধবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।