নূতন বছর ,নূতন দিন ,
মনটা নাচে তা-ধিন্-ধিন্ ¡
বৈশাখের পয়লা ,
ধুয়ে যাক্ ময়লা  ¡
নূতন সূর্য্য উঠে -
আসে নূতন প্রভাত ,
নূতন নূতন ফুল ফোটে -
মিটে যাক্ পুরানো সংঘাত ¡
নূতন বছরের আগমনে ,
ধূয়ে যাক্ ,মুছে যাক্ ,যত মলিনতা মনে ¡
চোদ্দ শত  পঁচিশ সন(১৪২৫) পয়লা বৈশাখ ,
ঘরে ঘরে গনেশ পূজা শঙ্খ  ধ্বনি আজ ¡
চলে গেছে দিন ,
রয়ে গেছে চিহ্ন ¡
সেই সব ভুলে ,
এসো সবে চলে ¡
হাতে হাত মিলাই ,
শত্রু ,মিত্র ,সবাই  আজ এক হয়ে যাই ¡
সবে মিলে করি-
আজ নব মহরৎ ,
সবে মিলে করি -
আজ আনন্দ উৎসব ¡
ভাই,বন্ধু ,শত্রু ,মিত্র ,
মিলে সবে হই একাকার  ,
ভুলে যাব পুরাণো -
বিচ্ছেদ ,দূর্ব্যাবহার ¡
এসো হে নূতন ,হে চির নূতন ,,
চিরদিন হয়ে নূতন ,থাকো সারাক্ষন   ¡


             ***********
বিকেল -৩:৫০মিনিট ,
১০ /০৪ /২০১৮ মঙ্গলবার
           ডেবরা ¡


                             (কবিতার আসরের সমস্ত কবি বন্ধুদের  শুভনববর্ষের আমার আন্তরিক প্রীতি ,শুভেচ্ছা ,ভালবাসা ও  শুভকামনা জানাই ¡ নূতন বছরের দিনগুলি আনন্দ
মূখর হোক্ )