রোদ করে ঝিক্ ঝিক্ ,
বালু করে চিক্ চিক্ ¡
গায়ে মেখে রদ্দুর ,
বক উড়ে ফুরফুর ¡
বর্ষায় করে সিনান ,
ঘন সবুজ বাগান ¡
পাতারা দোলায় মাথা ,
যেন সবুজ রঙের ছাতা ¡
মাঠে জল কাদা ঐ,
খাল ,বিল, থৈ থৈ ¡
মাঠে ধান রুইবে বলে ,
লাঙল কাঁধে কৃষক চলে ¡
মাঠ ভরা রুয়া ধান ,
মন করে আনচান ¡
মাঠ ,ঘাট ,থৈ থৈ ,
কৃষক মাঠে চলেছে ঐ ¡
মাঠ ভরা সোনার ফসল ,
ফলাবে চাষীর দল ¡
অগ্রাণে তুলবে ফসল ,
হবে নবান্ন উৎসব ¡
নবান্ন নূতন ধানে ,
নবান্ন উৎসব ,আনন্দ মনে ¡


      *********
বেলা - ১০:৩৫ মিনিট  
৩০/০৭/২০১৮ রবিবার ¡
         ডেবরা !