মসজিদের আজান শুনছি বিছানায় শুয়ে শুয়ে -
ভোর চারটায় বিছানায় ছটপট করতে করতে ।
দূর থেকে ভেসে আসছে "আল্লা হো আকবর " ,
ঘুমোতে চেষ্টা করলাম ,আর ঘুম চোখে আসেনা ।
পাঁচটার সময় বিছানা ছেড়ে উঠে ব্যালকনীতে -
এসে প্রকৃতির দৃশ্য প্রত্যক্ষিত করলাম ।
তখনো রাস্তায়  লাইট জ্বলছে ,দু'একজন রাস্তায়
হাঁটাহাঁটি করছে ,কেউ কেউ আবার আকর্শি নিয়ে
পুষ্প চয়নে উদ্যগী ।
পাখীরা  কিচির মিচির করতে করতে বহিরাগমনে
উদ্যগী হয়েছে  ।
সব মিলিয়ে ভোর বেলাটা ভালই লাগছিলো ।
আমি ব্যালকনীতে একটুক্ষণ পায়চারী করে ,
একটু বসে ,প্রাতঃকর্ম সারতে গেলাম ।
প্রাতঃকর্ম সেরে আবার এসে ব্যালকনীতে বসলাম ।
নিস্তব্ধতা চারিদিকে ,যেন বড় একা লাগছিলো ,
বাড়ীর সবাই তখনো নিদ্রাচ্ছন্ন রয়েছে ।
নানান ধরনের পক্ষীকুল এগাছ ওগাছ ,এডাল ওডাল,
এর ছাদ ওর ছাদ ,উড়ে উড়ে বসছিল ।
নিজেদের মধ্যে মুখে মুখ লাগিয়ে ,ডানা ঝাপটা
দিয়ে পরস্পর কি যেন মত বিনিময় করছে ।
মাথা উঁচু করে ,লাফিয়ে লাফিয়ে ,কি যেন বলছে ।
ওদের মুক্ত স্বাধীন জীবন আমি উপলব্ধি করছিলাম ,
ওদের নেই কোন দায়বদ্ধতা ,নেই কোন বাঁধন ।
ওরা কত স্বlধীন , ওরা কত সুখী।


**************************
সকাল - 6:15 মিনিট ।
04 /04 /21 রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।