ঔদ্ধত্য অতি ভাল নয় কখনো ,
ধন ,প্রাণ নাশ হয় ,নাশ হয় জীবনো !
কৃষ্ণ হস্তে বধ হয়েছিল মহাবলি মথুরাধিপতি কংস ,
মহাদর্পী লঙ্কার রাজা রাবণ ,রাম হস্তে নির্বংশ  !
মহামানী কৌরবদের হয়েছিল বংশ নাশ  ,
দানবীর বলীরাজার হয়েছিল পাতাল প্রবেশ !
ঔদ্ধত্যে মহাবলি দুঃশাসন  সভা মধ্যে দ্রৌপদীর বস্ত্র হরণ করে ,
মহামানী দুর্যোধন ঊরু ভেঙে কুরুরাজ যুদ্ধক্ষেত্রে পড়ে !
ঔদ্ধত্যে অপচয় ,কূলক্ষয় ,বংশনাশ হয়  ,
ঘরে-বাইরে ভাই-বোন ,ভাই-ভাই  বিচ্ছেদ ঘটায় !
ঔদ্ধত্যে  সংসার ভেঙ্গে হয় ছারখার ,
বহিঃশত্রুর প্রবেশের পথ ,হয় পরিস্কার !
স্বোচার বধূগন নিজ নিজ স্বার্থ সিদ্ধ করিতে সাধন ,
স্ব-স্বার্থ কামনার্থে  তারা সততই   সক্রিয়, মগন !
ঔদ্ধত্যের ফলে নেয় তারা ,প্রকাশ্যে সুযোগ  ,
মা -পোয়েতে , গৃহ মধ্যে ,ভাই-বোন ,ঘটায় বিচ্ছেদ !
ঔদ্ধত্যে রাজ্য-রাজধানী ভেঙে হয় চুরমার  ,
যতসব অনুপ্রবেশ কারী ,দুর্ বৃত্তদের হয় ?উন্মুক্তদ্বার !
সংসার ভাঙ্গে যদি স্বার্থপর হয় কূললক্ষ্মী বধূ গন ,
স্বীয়স্বার্থ কায়েম ,তাদের মনোবাসনা পূরণ !
আরো কতশত ঔদ্ধত্যের ইতিহাসে আছে বিবরন ,
তাই সময় থাকিতে ঔদ্ধত্য কর সম্বরন !


                *********
বেলা ১১:১৮ মিঃ ,ডেবরা ,
২৯ /১১ /২০১৭ ,বুধবার !