ওমা তারা ভবদ্বারা মুন্ডমালা দোলে গলে ,
হেঁট মুন্ডে দেখ মা চেয়ে ভোলা মহেশ পদতলে ।
তুই যেগো মা মুক্তকেশী থাকিস সদা শ্মশান বাসি ,
তোর পদমূলে  সূর্য্য চন্দ্র বিশ্ব ভ্রহ্মান্ড ধ্যানে বসি  ।
করে অসি মুন্ডমালা শবরূপে পদতলে ভোলা ,
কতরঙ্গে শ্মশানে ঘুরিস করিস কত রঙ্গে খেলা ।
তুই যেগো মা সবাসনা ঘুরে বেড়াস দিগবসনা ,
এলোকেশী মুন্ডমালী কি ছিলো তোর মনবাসনা ।
তোরে বসন পরতে মা কেউ শিখালোনা  ,
ঘুরে বেড়াস এলোচুলে চুলও না বাঁধলি শ্যামা ।
শ্মশানকালী ভদ্রকালী রক্ষাকালী বলে ভবার্নবে ,
তোর নামও কালী বরন কালী ,কালী কালী বলে সবে ।
কালো বরন নয়গো মা তোর আসল রঙটি রাখিস ঢেকে ,
কখন কারে তরাস গো মা আবার কারেও ফেলিস পাঁকে ।
     **********************
সন্ধ্যা - ৭ :১৬ মিনিট ।
০৯/১১/২০২০ সোমবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।