অল্প জলের মাছ কিলবিল কিলবিল করে ,
অল্পবিদ্যা পেটে যাদের অহংকারে মরে ।


অফলা ফলে বেশী অযোগ্যরা বলে বেশী ,
শয়তানেরা চুপচাপ মুখে তাদের মুচকি হাসি ।


খলেরা খল ,সাপও খল ,সাপের চেয়েও খলেরা বেশী খল ,
মণ্ত্র ঔষধে সাপ বশ হয়  খলেরা না হয় বশ কোনকালে ।


অতি দর্পে লঙ্কায় রাবনের পতন অতি মানে কৌরবদের মরন  ,
অতি দানে বলিরাজার পাতাল প্রবেশ সব কিছুই অতিরিক্ত দমন ।


মন ধন জীবন যৌবন এই সব খনস্থায়ী সদাই ,
এইসকল খনস্থায়ী চীরস্থায়ী হয় সুকীর্তি কেবলই ।


রাজারা কেবল রাজ্যেই সম্মান পায় বিদ্যান সর্বত্রই ,
তাই বিদ্যান ব্যাক্তিদের সঙ্গে রাজার তুলনা হয়না কখনই ।


       ************************
বেলা - ১১ :৩০ মিনিট !
১৮ / ০৫ /২২ মঙ্গলবার !
রবীন্দ্রানগর = মেদিনীপুর !