শোন্ ওলো রাই কিশোরী, হৃদয়ের প্রিয়তি তুই মোর,
তুই ছাড়া, আমি আর ভাবিনি জীবন ভোর।
স্বামী ঘরে, তবু পরকীয়া প্রেম করেছিনু আমি, রাই কিশোরী,
নিলাজ-নিঠুর, কানাই তুই, অভিসার লাগি বাজালি বাঁশরী।
কপট, চতুর, কানাই তুই, না মানিলি বাধা,
তমালেরি তলায় বাঁশী শুধু বাজে রাধা, রাধা।
আমার রাই কিশোরী, থাকে ঘরে, রাঁধায় করে ভুল,
মনে পড়ে তার, শ্যামরায়কে, বাঁধেনাকো চুল।
ভাবিসনে রাই বিনোদিনী, তোর কানুধন তমালেরি তলে,
চুল বাঁধিতে, ভুললি রাঁধা, ব্যঞ্জন পুড়ে, রন্ধন  শালে।
যাসনে রাই, যাসনাকো আর নীল যমুনার জলে,
নিলাজ কানু যে তোর, গোপীনিদের বস্ত্র হ'রে, তমালেরি ডালে।
কি করিলি, প্রেম করিলি, পর পুরুষের সনে,
মন চুরি করে নাগর, তোর, মজেছে গোপীনিদের সনে।
--------------******--------------
২৭.০৩.০১৭, সোমবার, সন্ধ্যা:৭:১৬, ডেবরা