নীল আসমান মাঝে ,
চন্দ্র সূর্য্য  বিরাজে ।
তাদের চতুর্পাশে
গ্রহ নক্ষত্র  রাজে ।


মেঘেরা পাল তুলে
ভেসে ভেসে  চলে ।
নীল সাগরের  জলে ,
জল ভরনের কালে  ।


বিহঙ্গের কলতান ,
সুমধুর সুরের তান ।
বহে স্নিগ্ধ সমীরণ  ,
চঞ্চল করে মন ।


নদী ঝিলের জলে ,
ছিপ গেঁথে মাছ তুলে ।
পদ্মদীঘির জলে জলে
সাঁতার কেটে পদ্ম তুলে ।


ছেলেরা বালুর চরে ,
হা-ডু -ডু খেলা করে ।
নদীর জলের ধারে ,
নৌকা বাঁধা ঘাটের প'রে ।


শিউলী গাছের ডালে ,
ভরে গেছে ফুলে ফুলে ।
মেয়েরা দলে দলে  ,
কোঁচড় ভরে ফুল তুলে ।


***************
রাত্রি = ৮ :০০ টা ।
২১ /০৯ / ২২ বুধবার ।
কোলকাতা  ।